বদরগঞ্জে সংঘর্ষে মৃত্যুর ঘটনায় ৩ নেতাকে কারণ দর্শাতে বলল বিএনপি
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও একজন নিহত হওয়ার ঘটনায় উপজেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। আজ শনিবার সন্ধ্যায় রংপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) হারুন অর রশিদ ওই নোটিশে স্বাক্ষর করেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান কারণ দর্শানো নোটিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। নোটিশপ্রাপ্ত নেতারা হচ্ছেন, বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল হক (মানিক) ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর।
বদরগঞ্জ পৌরশহরে একটি টিনের দোকানকে কেন্দ্র করে আজ দুপুরে বদরগঞ্জ শহীদ মিনারের পাশে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন স্থানীয় বিএনপির কর্মী উপজেলার মধুপুর কালজানি গ্রামের লাভলু মিয়া (৫০। এ ঘটনার পর তাৎক্ষণিক দলীয় পদক্ষেপ হিসেবে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিল জেলা বিএনপি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে দখলদারত্ব ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতাদের বিরুদ্ধে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করায় তাঁদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র মোতাবেক কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে ব্যাপারে লিখিত জবাব নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সশরীর উপস্থিত হয়ে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব আনিছুর রহমানকে দিতে বলা হয়েছে।
ওই তিন নেতার সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে আজ রাত সোয়া আটটার দিকে যোগাযোগ করা হলে তাঁরা কেউই কারণ দর্শানোর নোটিশ পাননি বলে জানিয়েছেন।