নিজের গড়া প্রতিষ্ঠানেই উপেক্ষিত প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর, ১৫ বছর পর স্মরণ

সিলেটের কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে বৃহস্পতিবার প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকীছবি : প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে বিএনপিদলীয় প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের উদ্যোগে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ। ১৫ বছর আগে সাইফুর রহমানের মৃত্যু হলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় তাঁর হাতেই গড়া কলেজটিতেই কখনো তাঁকে স্মরণ করা হয়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবারের মতো আজ বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়। এর আগে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় সাইফুর রহমান মারা যান।

সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম।

আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন খন্দকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিলেট জেলার সাধারণ সম্পাদক শাকিলুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাব উদ্দিন ও সাবেক সভাপতি সিকন্দর আলী, সাবেক আহ্বায়ক আবদুল মন্নান মনাফ, পাড়ুয়া আনোয়ারা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মালিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, ‘বিগত ১৬ বছরে সবকিছুকে আওয়ামীকরণ করা হয়েছিল। ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যায় মেতেছিলেন শেখ হাসিনা। অবশেষে ছাত্র-জনতার অভুত্থানে কর্তৃত্ববাদী হাসিনার পতন হয়েছে। এবার দেশ গড়ার কাজে মনোযোগ দিতে হবে। আর কখনো ফ্যাসিজম যেন ফিরতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারের পথিকৃৎ ছিলেন বলে উল্লেখ করেন বিএনপি নেতা মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, সাইফুর রহমান ১২টি বাজেট প্রণয়নের বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। এই বাজেট থেকে তিনি চালু করেন মূল্য সংযোজন করব্যবস্থা। শিক্ষার্থীদের দেশ-জাতির উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে একেকজনকে সাইফুর রহমান হিসেবে গড়ে উঠতে হবে।

আলোচনা সভার পর যোগাযোগ করলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুর্শেদ আলম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে বিগত সময়ে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানকে কলেজে স্মরণ করা যায়নি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর আজ সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে প্রথমবারের মতো তাঁকে স্মরণ করে আলোচনা সভা করা হয়েছে।

এদিকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিতে আজ বাদ জোহর সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

আবদুল কাইয়ুম চৌধুরী বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাইফুর রহমান সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। একজন প্রাজ্ঞ ও কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রেখেছেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হক, সহসভাপতি মামুনুর রশিদ মামুন, শাহজামাল নুরুল হুদা, এ কে এম তারেক কালাম ও মামুন রশিদ মামুন, যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, বিএনপির নেতা আবুল কাশেম, হেলাল উদ্দিন আহমেদ, জিল্লুর রহমান সুয়েব, আল মামুন খান, মাহবুব আলম, মুহিবুর রহমান, শাহীন আলম জয়, নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।