উত্তরবঙ্গ সফরের মাঝপথে ঢাকায় ফিরছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াফাইল ছবি: বাসস

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের মাঝপথেই ঢাকায় ফিরছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বৃহস্পতিবার সকালে তিনি সফর স্থগিত করে ঢাকার উদ্দেশে রওনা দেন।

আজ সকালে আসিফ মাহমুদ নীলফামারীতে অবস্থান করছিলেন। দুপুরে হেলিকপ্টারে করে তাঁর কুড়িগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকেই তিনি ঢাকায় ফিরে যাচ্ছেন।

সরকারি সফরের অংশ হিসেবে উত্তরের জেলা পরিদর্শনের পাশাপাশি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করতে আজ কুড়িগ্রাম যাওয়ার কথা ছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এক নোটিশে এই সফরসূচির কথা বলা হয়েছিল। সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে তাঁর হেলিকপ্টারে করে কুড়িগ্রামের চিলমারীতে গিয়ে এবং আগামীকাল শুক্রবার সকালে রাজারহাট উপজেলায় উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করার কথা ছিল।