ময়মনসিংহে রাতে বেসিক ব্যাংকে ডাকাতির চেষ্টা

ময়মনসিংহের ঈশ্বেরগঞ্জে বেসিক ব্যাংকের এই শাখায় বুধবার গভীর রাতে ডাকাতির চেষ্টা করা হয়
ছবি: প্রথম আলো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডে ডাকাতির চেষ্টা হয়েছে। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। ব্যাংকের তালা ভাঙার শব্দ পেয়ে নিরাপত্তাকর্মী জেগে উঠে চিৎকার শুরু করায় এবং পুলিশ চলে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাটবাজারে কাঁচামাটিয়া নদী ঘেঁষে অবস্থিত একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় বেসিক ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখার কার্যক্রম চলে। গতকাল মধ্যরাতে পেছনের অংশে একটি রেস্তোরাঁ-সংলগ্ন ব্যাংক ভবনের নিচতলার একটি দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। নিচতলার জেনারেটর কক্ষের জানালার গ্রিল কেটে তারা দোতলায় ওঠে। দোতলায় ব্যাংকের মূল ফ্লোরের তালা ভাঙার মুহূর্তে টের পেয়ে যান ব্যাংকের নিরাপত্তাকর্মী সোহরাব আলী।

সোহরাব আলী বলেন, ‘গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ব্যাংকের মূল ফ্লোরে দুর্বৃত্ত যখন তালা ভাঙে, তখন আমি টের পেয়ে যাই। তৎক্ষণাৎ আমি ম্যানেজার স্যার ও অন্য সব স্যারদের কল করে বিষয়টি জানাই এবং চিৎকার করতে থাকি। ম্যানেজার স্যার তখন দ্রুত পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্ত পালিয়ে যায়।’

এ ঘটনায় আজ বেসিক ব্যাংক ঈশ্বরগঞ্জ শাখার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংকের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, রাত ২টা ২৯ মিনিটে ব্যাংক ভবনের মূল ফ্লোরে গায়ে চাদর পরিহিত ও চাদর দিয়ে মুখ ঢেকে রাখা একজন দুর্বৃত্ত তালা ভাঙে। তখন তালা ভাঙার শব্দ টের পেয়ে যান ব্যাংকের নিরাপত্তাকর্মী। বিষয়টি সে আমাকে জানালে আমি পুলিশকে দ্রুত অবগত করি। পরে পুলিশও দ্রুত ঘটনাস্থলে আসে।’

শফিকুল ইসলাম আরও বলেন, ডাকাতির জন্য এই তৎপরতা চালানো হয়। কিন্তু নিরাপত্তাকর্মী টের পাওয়ায় ব্যাংকের ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে শাবল, তালা কাটার যন্ত্র, কাঁচিসহ কিছু সামগ্রী উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের কয়েকজন গ্রাহক ও স্থানীয় লোকজন বলেন, সিসিটিভির ফুটেজে একজন লোক দেখা গেলেও ঘটনার পেছনে আরও লোক জড়িত থাকতে পারে। একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। রাষ্ট্রীয় মালিকানাধীন এমন ব্যাংকে ডাকাতির চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। এতে ব্যাংক গ্রাহক ও আবাসিক এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সিসিটিভির ফুটেজে একজন ব্যক্তিকে দেখা গেছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’