ফরিদপুরে সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী কাউসার গ্রেপ্তার

কাউসার আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতেছবি: প্রথম আলো

ফরিদুপুরে সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী কাউসার আকন্দকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা তসলিম প্রামাণিক (৩০) নামের একজনকেও গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি মহল্লার ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

কাউসার ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। এ ছাড়া তিনি সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কাউসার আকন্দ ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।

কোতোয়ালি থানা–পুলিশ জানায়, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কাউসার। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকরের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

কাউসার আকন্দের বাড়ি ফরিদপুর সদর হলেও তিনি ভাঙ্গায় গিয়ে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর সহযোগী হিসেবে কাজ করতেন। ফরিদপুর-৪ আসনের এলাকাভুক্ত বিভিন্ন সভা–সমাবেশে তাঁকে দেখা যেত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ভাঙ্গা এলাকায় সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল তরফদার বলেন, কাউসারকে এক সহযোগীসহ গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আজ বুধবার দুপুরে ওই দুজনকে আদালতে সোপর্দ করা হবে।