হিন্দু-মুসলমান বুঝি না, আমরা এক ও অভিন্ন: বিএনপি নেতা জি এম সিরাজ

শেরপুর উপজেলা বিএনপি আয়োজিত ‘শান্তি ও সম্প্রীতি’ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা জি এম সিরাজ। আজ মঙ্গলবার বিকেলেছবি: প্রথম আলো

‘কে হিন্দু, কে মুসলমান, সেটা আমরা বুঝি না, আমরা এক ও অভিন্ন’—এমনটি বলেছেন বিএনপি নেতা  গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজ। আজ মঙ্গলবার বিকেল চারটায় বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি আয়োজিত ‘শান্তি ও সম্প্রীতি’ সমাবেশে তিনি এ কথা বলেন।

শেরপুর পৌর শহরের কালাচাঁদ মন্দির চত্বরের সান্যাল বাড়ির মাঠে আয়োজিত এই সমাবেশে শেরপুর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ অংশ নেন।

শান্তি ও সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান, উপজেলা জামায়াতের আমির দবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বরেন্দ্র চন্দ্র সান্যাল, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষ, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সমন্বয়ক ইয়াছিন আলী প্রমুখ।

সমাবেশে দেশের মানুষের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভক্তি নেই উল্লেখ করে জি এম সিরাজ বলেন, ‘আমরা এ দেশে সব সম্প্রদায়ের মানুষজন এক। আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমরা একে অপরে সব ধর্মের মানুষজনকে শ্রদ্ধা করি। বাংলাদেশে হিন্দু-মুসলমানের বিভক্তি তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার।’

জি এম সিরাজ বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটেছে। ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে আমরা শ্রদ্ধা জানাই।’

আওয়ামী লীগ ভোটের অধিকার হরণ করেছিল উল্লেখ করে জি এম সিরাজ বলেন, ‘সুষ্ঠু নির্বাচনব্যবস্থার জন্য অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ যে অধিকার হরণ করেছিল, আগামী দিনে আমরা আবার সেই অধিকার ফিরে পাব।’