মধুখালীতে হিন্দুদের একটি কাছারিঘরে অগ্নিসংযোগের অভিযোগ

ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের মধুখালী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি কাছারিঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর হিন্দুপাড়ার অশোক সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন তিনটি মোটর দিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও মধুখালী থানা-পুলিশ।

অশোক সরকার মধুখালীর নওপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি কাঁচামাল ও মনিহারি সামগ্রীর ব্যবসা করেন। মধুখালী বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান আছে। মধুখালী বাজার থেকে ভুষণা গ্রামে যাওয়ার গ্রামীণ সড়কের পাশে গোপালপুর এলাকায় তাঁর বাড়ি।

আশোক সরকার জানান, সড়কের পাশে তাঁর একটি টিনের কাছারিঘর আছে। ঘরের এক পাশে আশা সমিতির একটি কার্যালয়, অন্য পাশে কিছু খড়ি রাখা ছিল। গভীর রাতে কে বা কারা ওই ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ সকাল ১০টার দিকে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মধুখালী থানার ওসি মিরাজ হোসেন বলেন, ‘সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এক পাশে খড়ি রাখা ও অন্য পাশে বেড়া দেওয়া একটি ঘরে রাতে আগুন দেয়। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত অশোক সরকার একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’