হাজীগঞ্জে ভোরে দুর্বৃত্তের আগুনে পুড়ল ট্রাক

চাঁদপুর জেলার মানচিত্র

চাঁদপুরের হাজীগঞ্জে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের টোরাগড় এলাকায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ-১–এর সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ১০ থেকে ১২ জন যুবক ট্রাকটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।

ট্রাকের চালক মো. শাহিন বলেন, ‘গভীর রাতে হঠাৎ করে চলন্ত ট্রাকে পেট্রোলবোমার বোতল ছুড়ে মারে কেউ। আমি ও হেলপার লাফিয়ে নিচে নেমে প্রাণে বাঁচি। এলাকাবাসী এগিয়ে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন করে।’

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে আমরা পুলিশের সহযোগিতায় ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ট্রাকটি কুমিল্লা থেকে চাঁদপুরে যাচ্ছিল।’

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে আজ সকাল ৭টায় চাঁদপুর শহরের প্রফেসরপাড়ার মুখে চাঁদপুর-কুমিল্লা সড়কে টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শহরে পুলিশের বেশ কয়েকটি টহল দল পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জারি রাখে। ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও বিভিন্ন স্থানে অবস্থান নেন।

এদিকে গতকাল রাত ৮টার পর থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট ও পল্লী বিদ্যুৎ এলাকায় অন্তত ২০টি ছোট–বড় যানবাহন ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় এ হামলায় অন্তত ১৫ জন চালক, চালকের সহকারী ও যাত্রী আহত হন। চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।