ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হল ছাড়ার নির্দেশ

ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে আজ বুধবার বেলা একটার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ১১টার দিকে সিন্ডিকেট সভা শেষ হয়।

আরও পড়ুন

সিন্ডিকেট সভার সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ সকালে উপাচার্যের বাংলোতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। সভায় যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি, তাঁরা অনলাইনে যুক্ত ছিলেন। সব সদস্যদের সম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ছাত্রদের বেলা একটার মধ্যে এবং ছাত্রীদের আগামীকাল সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অফিস কার্যক্রম চলবে।

অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া আরও বলেন, ছাত্রদের যাতায়াতের জন্য ঝিনাইদহ ও কুষ্টিয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে বাসের ব্যবস্থা করা হবে। ছাত্রীদের জন্যও একই ব্যবস্থা থাকবে।