মিরসরাইয়ে পাখির জন্য দেড় লাখ ফলের গাছ নিয়ে বাগান গড়ে তুলছে বন বিভাগ

পাখিদের জন্য ৬০ একর ভূমিতে গড়ে তোলা হচ্ছে ফলের বাগান। বাগানের সমানে বন বিভাগের কর্মীরা। সম্প্রতি চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া এলাকায়
প্রথম আলো

পাহাড়ে আদি বনের জৌলুশ কমছে খুব দ্রুত। নির্বিচার বন উজাড় আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক বনগুলোয় সংকট তৈরি হয়েছে বন্য প্রাণী ও পাখিদের খাবারের।

এ খাদ্যের ঘাটতি বনের জীববৈচিত্র্যকে ফেলেছে হুমকির মুখে। তবে এবার আশান্বিত করছে বন বিভাগের একটি উদ্যোগ। পাহাড়ে পাখির খাদ্যের সংস্থান করতে বড় পরিসরে ফলের বাগান গড়ে তোলা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

বন বিভাগ সূত্র জানায়, ১৬ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ‘মহামায়া ইকোপার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন’ নামে একটি প্রকল্পের আওতায় ৬০ হেক্টর পাহাড়ি বনভূমিতে ১ লাখ ৫০ হাজার দেশি ফলগাছের বাগান তৈরি করা হয়েছে।

৬০ হেক্টর পাহাড়ি বনভূমিতে ১ লাখ ৫০ হাজার দেশি ফলগাছের বাগান তৈরি করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় মিরসরাই উপজেলার মহামায়া হ্রদ এলাকার পাহাড়ে এ বাগানের কাজ শুরু হয়। বাগানে লাগানো হয়েছে পাখিদের পছন্দের ফল ঢাকিজাম, পুঁতিজাম, কালোজাম, বর্তা, থনা, বট, কদম, আমলকী, চাপালিশ, হরীতকী ও বহেরার মতো ফলগাছ।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় মিরসরাই উপজেলার মহামায়া হ্রদ এলাকার পাহাড়ে এ বাগানের কাজ শুরু হয়। বাগানে লাগানো হয়েছে পাখিদের পছন্দের ফল ঢাকিজাম, পুঁতিজাম, কালোজাম, বর্তা, থনা, বট, কদম, আমলকী, চাপালিশ, হরীতকী ও বহেরার মতো ফলগাছ। চলতি বছরের মে, জুন ও জুলাইয়ে লাগানো এসব গাছ এখন পরিচর্যার পর্যায়ে আছে। কয়েক বছর পর থেকে ফল দিতে শুরু করবে এসব গাছ। তখন ফল খেতে আসা পাখিদের কলকাকলিতে মুখর হয়ে উঠবে মহামায়া হ্রদ এলাকার এ সবুজ বনাঞ্চল।

মহামায়া হ্রদ এলাকার বনজীবী মো. আসলাম উদ্দিন। তিনি বলেন, ‘পাহাড়ে একসময় ফলের কোনো অভাব ছিল না। কলা, ডুমুর, আমলকী, হরীতকী, বরই, বহেরা এসব ফল হাত বাড়ালেই পাওয়া যেত। গাছ নিধনের ফলে এখন সব শেষ। বন বিভাগের লোকজন নতুন ফলবাগান করেছে দেখেছি। খুব ভালো হয়েছে এটি। তবে সেখানে কিছু বরই আর ডুমুর গাছ লাগানো গেলে আরও ভালো হতো। কারণ, বরই আর ডুমুর ফলও অনেক পাখির প্রিয় খাবার।’

বাগান পরিচর্যায় ব্যস্ত বন বিভাগের কর্মীরা। সম্প্রতি চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া এলাকায়
প্রথম আলো

পাহাড়ে পাখিদের জন্য ফলের বাগান তৈরি করার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, খাদ্যসংকটের কারণে বন্য পশুরা বন ছেড়ে লোকালয়ে চলে আসছে। পাখিরা উদ্বাস্তু হয়ে হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে।

এটি বাস্তুসংস্থানের জন্য খারাপ সংকেত। বনে পশুপাখির খাদ্যসংকট দূর করতে নেওয়া এ বিশেষ প্রকল্পের মাধ্যমে এ বাগান এলাকা হয়ে উঠবে পাখিদের স্বর্গরাজ্য।