গাজীপুর নগরে জঙ্গল থেকে বের হওয়া শিয়ালের কামড়ে ১০ জন আহত
গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকায় শেয়ালের কামড়ে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মাসুম হোসেন (২০), মৃদুল (১৭), তুষার আহমেদ (২০) ও সুজন মিয়া (২০)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত পৌনে আটটার দিকে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের চান্দপাড়া এলাকার একটি জঙ্গল থেকে হঠাৎ দুটি শিয়াল বের হয়ে আসে। এর মধ্যে একটি শিয়াল মানুষ দেখে জঙ্গলে ঢুকে পড়ে। অন্যটি সামনে থাকা লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এরপর সবাই মিলে শিয়ালটিকে ধাওয়া দিলে সেটি জঙ্গলে লুকিয়ে যায়। এর মধ্যেই শিয়ালটি ১০ জনকে কামড়ে রক্তাক্ত করে ফেলে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে আটজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অন্য দুজন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক মো. জয়রাজ হোসেন বলেন, শিয়ালে কামড়ানো রোগীদের মধ্যে হাসপাতালে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।