গফরগাঁও সরকারি কলেজ মাঠে ১৪৪ ধারা, বসন্তবরণ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে সোমবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কলেজ মাঠে ১৪৪ ধারা বলবৎ থাকবে।

মঙ্গলবার ওই মাঠে বসন্তবরণ ও পিঠা উৎসব আয়োজন করার কথা জানিয়েছিল কলেজ কর্তৃপক্ষ। ১৪৪ ধারা জারি করার বিষয়ে উপজেলা প্রশাসন জানিয়েছে, গফরগাঁও সরকারি কলেজ মাঠে একাধিক সংগঠন বসন্তবরণ অনুষ্ঠান করতে আগ্রহ প্রকাশ করে। তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে ওই মাঠে কোনো ধরনের অনুষ্ঠান না করতে বলা হয়েছে। পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ বলেন, ‘আমরা কলেজ থেকে মঙ্গলবার বসন্তবরণ ও পিঠা উৎসবের ঘোষণা দিয়ে প্রস্তুতি নিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অতিথি করা হয়েছে। অনুষ্ঠানের মঞ্চও তৈরি করা হয়েছে। কিন্তু আজ (সোমবার) দুপুরের পর গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে জানান, কলেজ মাঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠন একই দিন রক্তদান কর্মসূচি করার জন্য উপজেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়েছে। কিন্তু আমার (অধ্যক্ষ) কাছে কেউ এমন অনুমতি চাননি। এই পরিপ্রেক্ষিতে সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কলেজ মাঠে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।’  

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, একজন প্রভাবশালী ব্যক্তিকে কলেজের অনুষ্ঠানে অতিথি না করার কারণে বসন্তবরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে অধ্যক্ষ কাজী ফারুক আহাম্মদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

ইউএনও আবিদুর রহমান বলেন, ‘কাউকে অতিথি করা বা না করার বিষয় আমাদের জানা নেই। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকারি কলেজ মাঠের অনুষ্ঠানটি বাতিল করে দেওয়া হয়েছে।’