২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘তুমি কী আর আমার কোলে ফিরা আইবা না’

ভোলায় বিএনপি–পুলিশ সংঘর্ষে নিহত আবদুর রহিমের স্বজনরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর হাসপাতালের মর্গের সামনে
ছবি: প্রথম আলো

কয়েক দিন আগে ফুটবল খেলে পায়ে প্রচণ্ড ব্যথা পান আবদুর রহিম মাতব্বর (৩২)। লাঠিতে ভর দিয়ে গতকাল রোববার সকালের দিকে দ্রব্যমূল্য, গ্যাস-বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের দাবিতে ডাকা বিএনপির সমাবেশে যোগ দেন তিনি। বিএনপি নেতা–কর্মীরা বলছেন, বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে যোগ দিলে পুলিশের গুলিতে মাটিতে পড়ে যান আবদুর রহিম। সবাই পালালেও তিনি পালাতে পারেননি। উদ্ধার করে হাসপাতালে নিতে নিতে মারা যান।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আবদুর রহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় ভোলা সদর হাসপাতালের মর্গে লাশ কাটা ঘরের সামনে আবদুর রহিমের মা ফখরুন নেছা (৬৫) বিলাপ করতে করতে মূর্ছা যাচ্ছিলেন। বলছিলেন, ‘ও আমার জাদুরে, ও আমার বাজানরে, তুমি কী আর আমার কোলে ফিরা আইবা না।’

ভোলা পৌরসভার গোরস্তান জামে মসজিদ প্রাঙ্গণে আবদুর রহিমের জানাজা হয়। জানাজা শেষে লাশ যখন ভোলা শহর থেকে ১২-১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোড়ালিয়া গ্রামে নেওয়ার জন্য মাইক্রোবাসে তোলা হচ্ছিল, তখন ফখরুন নেছা দুই হাত তুলে বলছিলেন, ‘আমি কোনো অপরাধ করি নয়, আমার বুহের শিশু কোনো অপরাধ করে নয়, হ্যার পরেও আমার পুতেরে মাইররা যে বা যারা খুশি অইছে, আল্লাহ আমনে ছাড় দিয়েন না।’

আবদুর রহিমের বাবা হারেছ মাতব্বর শারীরিকভাবে অচল। পুত্রের শোকে আরও অচল হয়ে পড়েছেন। তিনি বাড়িতে চিকিৎসাধীন। ছেলের লাশের কাছে আসতে পারেননি। তাঁরা চার ভাই, দুই বোন ছিলেন। ভাইদের মধ্যে আবদুর রহিম সবার ছোট।

ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষে নিহত আবদুর রহিমের মা ফখরুন নেছার বিলাপ। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর হাসপাতালের মর্গের সামনে
ছবি: প্রথম আলো

আবদুর রহিমের মৃত্যুতে স্ত্রী খাদিজা বেগম (২৬) চার সন্তান, শ্বশুর-শাশুড়ি নিয়ে বিপাকে পড়েছেন। বড় ছেলে ইয়াছিন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তারপর মেয়ে জান্নাত, ছেলে আবদুল্লাহ ও ওসমান। সন্তানদের মধ্যে সবার ছোট ওসমানের বয়স দুই বছর। সংসারে আয় করার মতো একমাত্র ব্যক্তি ছিলেন আবদুর রহিম। বার্ষিক জমি লগ্নি নিয়ে, কখনো বর্গায় সবজির চাষ করতেন। তাঁর অবর্তমানে কীভাবে সংসার চলবে, কীভাবে সন্তানেরা বড় হবে, এ নিয়ে চিন্তার শেষ নেই খাদিজার। স্বামী হত্যার বিচার চেয়েছেন তিনি।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, আবদুর রহিম বিএনপির ডাকেই গ্রাম থেকে শহরে সমাবেশে যোগ দিয়েছিলেন। সমাবেশে এসেই পুলিশের নির্যাতনে নিহত হয়েছেন। পুলিশ তাঁকে গুলি করে ফেলে দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে মেরেছে। অবশ্যই আবদুর রহিমের পরিবারের জন্য কিছু করা হবে, যেন তাঁর পরিবার ভালো থাকে, সন্তানেরা লেখাপড়া করতে পারে।