নয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু

লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ওয়াগন সরিয়ে নেওয়ার পর রেললাইন মেরামত করা হয়। আজ রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার মোগলবাজার এলাকায়ছবি: প্রথম আলো

প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় তেলবাহী ওয়াগন ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সিলেট রেলও‌য়ে স্টেশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকের মোগলবাজার রেলগেট এলাকায় লাইনচ্যুত হয়। এতে ওই রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি; বন্ধ হয়ে যায় সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে উপবন এক্সপ্রেস ট্রেন যেতে পারেনি। সেটির যাত্রা বাতিল করা হয়। যাত্রীদের টিকেটের মূল্য ফেরত দেওয়া হয়।

এদিকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। আজ সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে এসে পৌঁছায়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ট্রেন চলাচল এখন স্বাভাবিক। তবে আজ সারা দিন শিডিউল বিপর্যয় অব্যাহত থাকতে পারে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামতকাজ চলছে।