হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য জাহির ও মজিদের নামে মামলা
হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, আবদুল মজিদ খানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে গুলিবিদ্ধ রিমন মিয়ার মা মরম চান বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি আরও ৫০-৬০ জন।
আদালতের বিচারক ফখরুল ইসলাম মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। আদালতের পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী; জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান; জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান; জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান প্রমুখ।
মামলার বিবরণে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রিমন মিয়া অংশ নেন। মিছিলটি সদর মডেল থানার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামি মো. আবু জাহির, আবদুল মজিদ খান ও সামছুল হক চেয়ারম্যানের নেতৃত্বে আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করেন। হামলায় মিছিলে অংশ নেওয়া ছাত্র-জনতা ছোটাছুটি করতে থাকলে রিমন নিজেকে বাঁচানোর জন্য সার্কিট হাউসের সামনের রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তিনি গুলিবিদ্ধ হন। গুলিতে তাঁর দুটি চোখ নষ্ট হয়ে গেছে।