মানিকগঞ্জে সেতুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালেন চালক

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দুই বন্ধুকে নিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আলমাস হোসেন (৩০) নামের এক যুবক। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিনি। এ ঘটনায় তাঁর দুই বন্ধু সোহেল রানা ও বাচ্চু মিয়া আহত হয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। আজ রোববার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের কাশাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমাসের বাড়ি উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা গ্রামে। তাঁর বাবার নাম আবদুস সালাম। আহত ব্যক্তিদের বাড়িও ওই গ্রামে। বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে পাটুরিয়া ঘাট এলাকা থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে আলমাস এবং তাঁর দুই বন্ধু সোহেল ও বাচ্চু তেওতা গ্রামে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বিকেল চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি উথলী-পাটুরিয়া সংযোগ সড়কের কাশাদহ এলাকায় একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আলমাসের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত সোহেল ও বাচ্চুকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত যুবকের লাশ ফাঁড়িতে রাখা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।