ভিডিওতে শেখ হাসিনার ছবি, সিডিএর প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ
উন্নয়ন প্রকল্পের ভিডিওতে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখানো হয়। এমন ভিডিও প্রদর্শনে উষ্মা প্রকাশ করেন মতবিনিময় সভায় উপস্থিত থাকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা।
গতকাল শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মতবিনিময় সভায় এমন ভিডিও দেখানো হয়। এতে দায়িত্ব গাফিলতির কারণে সিডিএর নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি। তিনি সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক।
মতবিনিময় সভায় উপস্থিত থাকা সিডিএর দুই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সিডিএর চলমান প্রকল্পগুলোর উন্নয়নকাজের তথ্য-উপাত্ত নিয়ে প্রকল্প পরিচালকেরা ভিডিও ও স্লাইড প্রদর্শন করেন। অন্যদের মতো আহমদ মঈনুদ্দীনও ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের ভিডিও চিত্র প্রদর্শন করেন। কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিডিএর সাবেক এক চেয়ারম্যানের ছবি দেখানো হয়। এ নিয়ে সভায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। দুই উপদেষ্টাও উষ্মা প্রকাশ করেন।
এই মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সিডিএর চেয়ারম্যান নুরুল করিম উপস্থিত ছিলেন।
অবশ্য সিডিএর একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখানোর বিষয়টি ভুলবশত হয়েছে। নতুন করে বানানো ভিডিওয়ের পরিবর্তে আগের ভিডিও চালু হয়েছিল। তবে বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া হয়। নতুন ভিডিও দেখানো হয়।
সিডিএর সচিব রবীন্দ্র চাকমা প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দায়িত্ব গাফিলতির কারণে প্রকৌশলী আহমদ মঈনুদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ভিডিও প্রদর্শনের ব্যাপারে তাঁর অবহেলা ছিল। এখন ১০ কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।