ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই ব্যবসায়ীর ছেলে ও ছেলের স্ত্রীকে মারধর করেন এবং ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। গতকাল মঙ্গলবার গভীর রাতে গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতদের মারধরে ওই দুজন আহত হয়েছেন। তাঁরা শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঢাকা টেক্সটাইল মিলের মালিক রেজাউল করিমের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তিনি সাংবাদিকদের জানান, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর দোতলা বাড়ির বারান্দার জানালার গ্রিল কেটে মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত ঘরের ভেতরে ঢোকেন। ডাকাতেরা তছার ছেলে আলাউদ্দিনের ঘরে প্রবেশ করেন। অস্ত্রের মুখে তাঁকে ও তাঁর স্ত্রী নাসরিন আক্তারকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। ডাকাতেরা নাসরিনের গলা ও হাতের আঙুল থেকে অলংকার ছিনিয়ে নেন। এ ছাড়া আলমারি থেকে ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। চিৎকার করলে ডাকাতেরা আলাউদ্দিন ও তাঁর স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। পরে ডাকাতেরা বাড়ির নিচতলায় নেমে ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করেন এবং আলমারি ভেঙে সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
রেজাউল করিম জানান, ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো অস্ত্র ছিল। ঘরের বাইরে ডাকাত দলের মুখোশধারী সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে ডাকাতির ঘটনা স্পষ্ট দেখা যায়। ডাকাতদের হামলায় তাঁর ছেলে ও ছেলের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।