মোটরসাইকেলে তেলের ট্যাংকিতে লুকানো ছিল ১৪টি সোনার বার, যুবক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪০ ভরি ওজনের ১৪টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাশিপুর সীমান্ত থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।
অভিযানে রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেলটিও জব্দ করে বিজিবি। রবিউল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। আজ বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ। লালমনিরহাট বিজিবির ড্রিল শেড হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির একটি বিশেষ টহল দল আজ সকালে কাশিপুর বিওপি থেকে আনুমানিক ১০০ গজ উত্তর–পূর্বে সীমান্ত পিলার ৯৪২/৮ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাশিপুর গ্রামের ঈদগাহের পাশে সড়কে ওত পেতে থাকে। বেলা ১১টার দিকে মোটরসাইকেলে এক যুবককে আসতে দেখেন বিজিবির সদস্যরা। তিনি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন। পরে ওই যুবকের মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ভেতর থেকে প্যাকেটজাত অবস্থায় ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারের ওজন ১৪০ ভরি, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আটক রবিউলের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হবে। জব্দ করা সোনার বার কুড়িগ্রাম ট্রেজারি কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।