মাটি কাটা বন্ধ করতে গিয়ে যুবলীগ– স্বেচ্ছাসেবক লীগের নেতাদের হামলায় আহত ৩
কুমিল্লার লাকসাম উপজেলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের হামলায় ভূমি কার্যালয়ের তিন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার গাজীমুড়া এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করতে গেলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন লাকসাম উপজেলা ভূমি কার্যালয়ের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, অফিস সহায়ক জসিম উদ্দিন, মুন্সী আতাউর রহমান। তাঁদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২২ জনকে আসামি করে লাকসাম থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লাকসামে অবৈধভাবে ফসলি জমি থেকে খননযন্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে গাজীমুড়া এলাকার একটি চক্র মাটি কেটে নিয়ে যাচ্ছে। আজ খবর পেয়ে সেখানে যান ভূমি কার্যালয়ের এক কর্মকর্তা ও দুজন কর্মচারী। এ সময় মাটি কাটায় বাধা দিতে গেলে লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরে আলমের নেতৃত্বে ২০–২২ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁরা তিনজনই আহত হন। এই হামলায় একই ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেলসহ আরও অনেকে অংশ নেন।
উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান বলেন, ভূমি কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারীদের পরিদর্শনে পাঠানো হয়েছিল। এ সময় মাটি কাটার খবর পেয়ে বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযুক্ত যুবলীগ নেতা নুরে আলম বলেন, অভিযানে গিয়ে ভূমি কর্মকর্তারা টাকা দাবি করেন। টাকা না পেয়ে মাটি কাটতে বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।
লাকসাম থানার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’