রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে মৌসুমের প্রথম মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শাকিলা (২০) নামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী মারা গেছেন। গতকাল শনিবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটি চলতি বছরে এই হাসপাতালে ডেঙ্গুতে প্রথম মৃত্যু বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর-কাশি নিয়ে ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন ওই নারী। পরে পরীক্ষায় তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাতে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, স্থানীয়ভাবে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬০ জনের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শতাধিক স্থানীয়ভাবে আক্রান্ত হন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭ জন রোগী।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, আজ এই মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত প্রথম রোগী মারা গেছেন। সম্প্রতি তাঁর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। ১৬ সেপ্টেম্বর উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। ১৯ সেপ্টেম্বর থেকে আইসিইউতে ছিলেন। তিনি বলেন, এখনো হাসপাতালে সেভাবে ডেঙ্গু রোগী আসেনি। এখন ১৭ জন চিকিৎসাধীন। তাঁরা ইতিমধ্যে একটি বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ডের পরিকল্পনা করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি দলও গঠন করা হয়েছে। রোগী বাড়লে তাঁদের নিয়ে ওয়ার্ডটি চালু করা হবে।