ভাতা বাড়ানোর দাবিতে রংপুরে স্নাতকোত্তরের চিকিৎসকদের কর্মবিরতি

ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্নাতকোত্তর চিকিৎসকেরা। রোববার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনেছবি: মঈনুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছেন। আজ রোববার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্নাতকোত্তরের চিকিৎসকেরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেছেন।

কর্মসূচিতে বক্তব্য দেন স্নাতকোত্তর চিকিৎসক ফরহাদ আখতার, লিমা মনি ঘোষ প্রমুখ। ফরহাদ আখতার বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় ১৩ হাজার স্নাতকোত্তর অধ্যয়নরত চিকিৎসক কর্মরত আছেন। স্নাতকোত্তর পর্যায়ের আবাসিক ও অনাবাসিক চিকিৎসকেরা মাসে ২৫ হাজার টাকা করে ভাতা পান। এ ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবি করে আসছেন তাঁরা।

ভাতা বাড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি স্নাতকোত্তর চিকিৎসকদের। রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: প্রথম আলো

আন্দোলনরত চিকিৎসকেরা বলছেন, বর্তমান বাজারে ২৫ হাজার টাকায় সংসার চালানো কঠিন। স্নাতকোত্তরের চিকিৎসকেরা উচ্চশিক্ষার জন্য দুই থেকে পাঁচ বছরের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন। এ সময় তাঁরা হাসপাতালের বাইরে অন্য কোথাও সেবা দিতে পারেন না। সেই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে তাঁদের ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে। তাঁদের দাবি মানা না হলে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে।