বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ৪ দিনের রিমান্ডে

আলী আজগর তালুকদারছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

২৩ জুলাই তদন্তকারী কর্মকর্তা তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন। আজ বুধবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল বাছেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনে আলী আজগর তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৬ জুলাই বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান বাদী হয়ে ২৩ জুলাই বিস্ফোরক আইনে ৮৭ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার এজাহারে ২ নম্বর আসামি করা হয় বিএনপি নেতা আলী আজগরকে। মামলার পরপরই পুলিশ ২৩ জুলাই আলী আজগরকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড আবেদন করে।

এই মামলার এজাহারে বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ ৮৭ জনকে আসামি করা হয়েছে। এর বাইরে একই মামলায় বগুড়ার মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে থাকা লায়লাতুন নাজিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাকি তাজওয়ার, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, সেউজগাড়ি বন্দর কমিটির সম্পাদক শাওন পাল ছাড়াও কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক এবং আওয়ামী লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।