ডাকাতির ভাগে পাওয়া স্বর্ণ বিক্রি, সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার

গ্রেপ্তার আনোয়ারা উপজেরার সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর(বামে) ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার মনির হোসেনছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের হাজারী গলিতে অবস্থিত তাঁর মালিকানাধীন স্বর্ণের দোকান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দোকান থেকে লুট করা ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই দিন ডাকাতির অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন নামের এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হাজারী গলির স্বর্ণের দোকানটিতে অভিযান চালায়।

পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকায় মো. গিয়াস উদ্দিন চৌধুরীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা ওই সময় আট ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ ২০ হাজার টাকাসহ ২৬ লাখ টাকার মালামাল লুট করে। ওই ঘটনায় একই দিন থানায় মামলা করেন গিয়াস উদ্দিন।

এদিকে ডাকাতির ঘটনায় কর্ণফুলী থানা–পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা সদরের বিলপুর এলাকার মো. মনিরকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি মতে, নগরের হাজারী গলির মডার্ন ফেন্সি জুয়েলার্সে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে (৬৫) আটক করে। পুলিশ তাঁর হেফাজত থেকে ২ ভরি ওজনের একটি সোনার হার, ১ ভরি ওজনের দুটি ব্রেসলেট, ৪ ভরি ওজনের ১০টি চেইন ও ১ ভরি ওজনের চারটি দুলসহ ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘মনির ডাকাতির ৮ ভরি স্বর্ণ মৃণাল ধরের দোকানে বিক্রি করেন। আমরা এসব স্বর্ণ উদ্ধার করেছি। অন্যান্য অলংকার ও উদ্ধারের চেষ্টা করছি।’

ওসি আরও বলেন, দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে মনির হোসেন ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।