ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে তরুণের মৃত্যু

ফেনী জেলার মানচিত্র

ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. রাজু (২০)। তিনি ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমানের ছেলে।

গত মঙ্গলবার রাত ১০টার দিকে গ্রামের পাশে স্থানীয় মুহুরী নদীর বেড়িবাঁধের ভাঙন এলাকা দিয়ে গ্রামে বন্যার পানি ঢোকার স্থানে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অবিরাম বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানির চাপে গত রোববার রাত থেকে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। মুহুরী নদীর বেড়িবাঁধের আগের ভাঙন স্থান দিয়ে প্রবল বেগে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

গত সোমবার রাত ১০টার দিকে ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর পশ্চিমমাথা এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রাজুসহ চার বন্ধু বেড়িবাঁধের ভাঙনকবলিত স্থানে জাল দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে রাজু প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মো. রাজু নামে এক তরুণ মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। পরিবারের লোকজন তাঁর লাশ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।