শ্রীনগরে নিখোঁজের ১০ দিন পর ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার একটি ডোবার কচুরিপানার ভেতর থেকে শামসুল হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামসুল হাওলাদার (৪০) জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে। তিনি দিনমজুর ছিলেন। গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ঘটনায় ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তাঁর পরিবার।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন, ‘নিখোঁজের বিষয়টি নিয়ে আমরা কাজ করছিলাম। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিখোঁজ ব্যক্তির মুঠোফোনের তথ্য ধরে এক নারীসহ দুজনকে আটক করি। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে শামসুল হাওলাদারকে হত্যা ও লাশ গুমের কথা জানতে পারি। আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে শ্রীনগর ও সিরাজদিখান থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডোবার কচুরিপানার নিচ থেকে লাশ উদ্ধার করে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রকৃত ঘটনা জানতে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।