ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে হট্টগোলের ষড়যন্ত্র করছেন ফ্যাসিস্ট হাসিনা: রুহুল কুদ্দুস

নাটোরের স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস তালুকদার। আজ শনিবার বিকেলেছবি: প্রথম আলো

ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে হট্টগোল বাধানোর ষড়যন্ত্র করছেন ফ্যাসিস্ট হাসিনা, এমন দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস তালুকদার।

আজ শনিবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

রুহুল কুদ্দুস বলেন, সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে গভীর ষড়যন্ত্রে মেতেছেন। তিনি যেকোনো উপায়ে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য অপতৎপরতা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় লাভ করার পর শেখ হাসিনা নতুন ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। তিনি দেশে থাকা তাঁর দোসরদের ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার নির্দেশ দিয়েছেন।

পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদারের সহধর্মিণী সাবিনা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রুহুল কুদ্দুস বলেন, মিছিলে নিজেরাই হট্টগোল বাধিয়ে সেই দৃশ্যের ছবি তুলে ট্রাম্পের কাছে পাঠাবেন। তাঁরা ট্রাম্পকে বোঝাবেন, বাংলাদেশের লোকজন তাঁকে পছন্দ করেন না। অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাঁরা এটা করবেন। তাই এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এ দেশের বিপ্লবী ছাত্র-জনতা এই ষড়যন্ত্র রুখে দেবে। কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

রুহুল কুদ্দুস বলেন, শেখ হাসিনা মনে করছেন, অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনায় বাধা দিয়ে, সরকারের উপদেষ্টাদের দেশের ভেতরে ও বাইরে প্রতিহত করে সংস্কারকাজ বাধাগ্রস্ত করবেন। এই আশা দুরাশা ছাড়া কিছুই না। কারণ, এ সরকারের সঙ্গে দেশের ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আছেন। সব অপতৎপরতা তাঁরা প্রতিহত করবেন।