এক মাস পর আগরতলায় ফিরলেন বাংলাদেশের সহকারী হাইকমিশনার
এক মাস পর ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ তাঁর কর্মস্থলে ফিরে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন দিয়ে আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে তিনি আগরতলায় যান। এর আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার পরিপ্রেক্ষিতে গত ৮ ডিসেম্বর তিনি ঢাকায় ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২ ডিসেম্বর দুপুরের দিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে এই হামলা চালান। তাঁরা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন। প্রায় তিন ঘণ্টা এই বিক্ষোভ-ভাঙচুর চলে। পরে তাঁরা মিছিল করে সেখান থেকে চলে যান। নিরাপত্তাহীনতাজনিত অবস্থার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ভারতের ওই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে গত ৫ ডিসেম্বর এক সংক্ষিপ্ত নোটিশে ত্রিপুরার বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে ঢাকায় ফেরার নির্দেশ দেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ৮ ডিসেম্বর ঢাকায় ফেরেন। এক মাস পর সরকারের নির্দেশে আজ দুপুরে ভারতের আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে ফিরে গেলেন তিনি।
সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বিকেল সোয়া পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘৮ ডিসেম্বর আমি ঢাকায় রিপোর্ট করেছি। আজ আগরতলায় কর্মস্থলে ফিরেছি। তবে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ইস্যুসহ কনস্যুলার সেবা কার্যক্রম চালুর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এখনো পাইনি।’ তিনি বলেন, কলকাতা ও আগরতলা হাইকমিশনের দপ্তরপ্রধান আজ কর্মস্থলে ফিরেছেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া ইমিগ্রেশনে পৌঁছান সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। বেলা দেড়টার দিকে তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় যান।