স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ নেতা মাহমুদ রেজা

মাহমুদ রেজা
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতা মাহমুদ রেজা (মেহেদী)। আজ বুধবার বেলা তিনটার দিকে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা টুকটুক তালুকদারের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মাহমুদ রেজাসহ আসনটিতে সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়াল চারজনে। মাহমুদ রেজা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

অন্য তিন প্রার্থীর মনোনয়নপত্র আগের (১৫ নভেম্বর) তফসিল অনুযায়ী বৈধ হিসেবে ঘোষিত হওয়ায় নতুন করে তাঁদের মনোনয়নপত্র জমা দিতে হয়নি। ওই তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী এস এম আখতারুল আলম। নতুন মনোনয়নপত্র জমা দেওয়া মাহমুদ রেজার মনোনয়ন যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষিত হলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ওই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে এ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মারা গেলে নির্বাচন কমিশন (ইসি) ভোট স্থগিত করে। ৮ জানুয়ারি নওগাঁ-২ আসনের নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করে ইসি। নতুন তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে। নতুন তফসিল অনুযায়ী আজ বুধবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রতীক বরাদ্দ করা হবে ২৬ জানুয়ারি।