ভৈরবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন

কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জের ভৈরবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারীরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনকারীরা আজ বেলা ১১টা ৪০ মিনিটে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুরের নেতৃত্বে দলটির একটি অংশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা সেখানে থেকে সরেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে আন্দোলনকারীরা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সে আগুন দেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন আন্দোলনকারীরা।

সংঘর্ষ চলাকালে সময় টেলিভিশনের ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলা ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা আহত হয়েছেন।