শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়েছে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায়
কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সাভার, ধামরাইয়ের বিভিন্ন স্কুল-কলেজে আন্দোলন ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে সাভার ও ধামরাইয়ের কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এসব দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এদিকে দুপুরের দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে থাকেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়কসহ ঢাকা-আরিচা মহাসড়কের কিছু এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে তাঁরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। বেলা দুইটার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র (বিপিএটিসি) কলেজ ও সাভার মডেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন।
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ডে কিছুক্ষণ সড়ক অবরোধ ও মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন।
আন্দোলনে অবস্থানরত গণবিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, গত রাতে ঢাবি-জাবিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। জাবি থেকে বাকি শিক্ষার্থীদের সমন্বয় করে বাকি কর্মসূচি চালানো হবে।
এদিকে সারা দেশে আন্দোলনকারীদের ওপর হামলা এবং কোটা সংস্কারের দাবিতে বেলা ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল অ্যান্ড রিসার্চের (নিটার) কয়েক শ শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এর আগে সকাল ১০টার দিকে আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিরুলিয়া সেতুর কাছে গিয়ে সড়কে অবস্থান নেন। পরে তাঁরা পুনরায় বেলা আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে খাগান এলাকায় যান।
বেলা ১১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা থানা স্ট্যান্ডে এসে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী সার্ভিস লেনের পাশে সমাবেশ করেন। পরে তাঁরা পুনরায় মিছিল নিয়ে মুক্তির মোড় ঘুরে কলেজের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।
এ ছাড়া বেলা একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা এলাকায় সড়কে অবস্থান নিয়ে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০-২৫ জন শিক্ষার্থী।
বেলা আড়াইটার দিকে গণবিশ্ববিদ্যালয়, মির্জা গোলাম হাফিজ কলেজ, দেওয়ান ইদ্রিস কলেজসহ কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
মির্জা গোলাম হাফিজ কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের ওপর হামলা হয়েছে, এর প্রতিবাদে আমরা আন্দোলনে এসেছি। আমরা এই হামলার বিচার চাই। কোটা সংস্কারের দাবি জানাই।’
এদিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিশমাইল এলাকায় শতাধিক বহিরাগত ৫টি বাস ও লেগুনা নিয়ে অবস্থান করে। এ খবর বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় শোডাউন দিতে থাকেন। পরে বাস ও লেগুনা চলে যায়।