রাজশাহীতে ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদল। আজ সোমবার বিকেলেছবি: প্রথম আলো

রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর লোকনাথ স্কুলের সামনে থেকে তাঁকে ধরে পুলিশে দেওয়া হয়।

ছাত্রলীগের ওই কর্মীর নাম আকিফ-ই-রাব্বি (১৯)। তিনি নগরের সাগরপাড়া মহল্লার গোলাম নবীর ছেলে। পুলিশের কাছে দেওয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক তাঁকে নানা বিষয়ে প্রশ্ন করেন। কয়েকটি ছবি ও ভিডিও দেখান, যেখানে ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো জহিরুল হকের সঙ্গে তাঁকে দেখা যায়।

এখনো ছাত্রলীগের যে নেতা-কর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাঁদের গ্রেপ্তারে পুলিশের প্রতি আহ্বান জানান ছাত্রদল নেতা এমদাদুল। তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা ছাত্রদল করি, কাউকে ধরিয়ে দেওয়া লাগেনি। পুলিশই আমাদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ছাত্রলীগ ঘুরে বেড়াচ্ছে।’

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, আটক ছাত্রলীগের কর্মীকে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলাকারী সবাইকেই গ্রেপ্তারের চেষ্টা চলছে।