রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাত সাড়ে ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শৃঙ্খলা বজায় রাখতে ও বহিরাগতদের আনাগোনা কমাতে রাত সাড়ে আটটার মধ্যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানপাট বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. জাহিদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব দোকানপাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সুলতান-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা যদি সুশৃঙ্খল ও সুন্দর ক্যাম্পাস চাই, তাহলে দোকানগুলো বড় একটা বিষয়। ক্যাম্পাসের অভ্যন্তরে দোকানগুলো খোলা থাকার কারণে বহিরাগতদের আনাগোনা বেশি থাকে। শিক্ষার্থীরাও চায় যেন বহিরাগতদের আনাগোনা কম থাকুক। ছাত্র-শিক্ষক-কর্মচারী সবার সহযোগিতায় এই ক্যাম্পাস সুন্দর হবে, এটাই প্রত্যাশা করি।’
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুই দিন বন্ধ থাকার পর আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। ক্লাসে ফিরেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কেও স্বাভাবিক হয়েছে যান চলাচল।
গত শনিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বাসচালকের তর্কাতর্কির সূত্র ধরে নগরের বিনোদপুর বাজারে সংঘর্ষের সূত্রপাত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে লোকজন এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। হামলা-সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের শেলে আহত হয়েছেন দুই শতাধিক শিক্ষার্থী। এর মধ্যে একটি পুলিশ বক্স ও রাস্তার ধারের অন্তত ৩০টি দোকান পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে গত রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।