ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসির বাস ও মিনিবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে মিনিবাসের চালকের পরিচয় পাওয়া গেছে। তিনি মাদারীপুর শহরের বাসিন্দা নূর মোহাম্মদ সরদারের ছেলে পান্নু সরদার (৫৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে মাদারীপুর শহর থেকে একটি ‘শাহ জালাল’ নামের মিনিবাস ফরিদপুর শহরের উদ্দেশে ছেড়ে যায়। বিকেল পাঁচটার দিকে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের সদরদি এলাকায় পৌঁছায়। এ সময় ঢাকা থেকে বরিশালের দিকে বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক এম এ নোমান বলেন, আহত ১৫ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।