৪০০ ভোটারের কক্ষে সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ১৬টি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভোটারশূন্য হাজারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। আজ বেলা দেড়টায় তোলা।ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে এক কেন্দ্রের একটি কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে ১৬টি। উপজেলার হাজারিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ নম্বর কক্ষে আজ বুধবার বেলা দেড়টা পর্যন্ত সময়ে এসব ভোট পড়ে। কর্তৃপক্ষ জানায়, ওই কক্ষের বিপরীতে ভোটার রয়েছেন ৪০০ জন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, ভোট নিয়ে আগ্রহ কম থাকায় এবং বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। গতকাল মঙ্গলবার রাতে ভারী বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেও থেমে থেমে বৃষ্টি পড়ছে। ফলে রাস্তাঘাটে জমেছে কাদা। এ অবস্থা কম লোকজন ভোটকেন্দ্রে যাচ্ছেন।

আরও পড়ুন

আজ দুপুরে দেখা যায়, কেন্দ্রটির ২ নম্বর কক্ষে দুটি গ্রামের ৪০০ ভোটারের তালিকা নিয়ে বসে আছেন পোলিং কর্মকর্তারা। বেলা দেড়টার দিকে সবুজ আলম নামের এক প্রার্থীর এজেন্ট বলেন, বৃষ্টির কারণেই ভোটার উপস্থিতি কম। মাঝেমধ্যে একজন-দুজন এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

পাশের ৩ নম্বর কক্ষে গিয়ে জানা গেল, সেখানে ৩৯৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭টি। অন্যদিকে ৪ নম্বর কক্ষে ৪৯৭ ভোটের মধ্যে তখন পর্যন্ত ভোট দিয়েছেন ৮৬ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তাঁর কেন্দ্রে ভোটার ৩ হাজার ২৫৬ জন। বেলা দেড়টা পর্যন্ত ভোট দিয়েছেন ৪৯০ জন। তবে ভোটার উপস্থিতির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

এই ভোটে জুইত নাই। মানুষ ঘর থাকি বার অইত চায় না। মেঘে (বৃষ্টি) আরও বেড়া লাগাইদিছে।
স্থানীয় ভোটার আলা উদ্দিন

আজ বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারের কোনো সারি নেই। ব্যস্ততা নেই ভোট গ্রহণ কর্মকর্তাদেরও। বাইরে অলস সময় কাটাচ্ছেন গ্রাম পুলিশের সদস্যরা।

কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে ছিলেন হাজারিগাঁও গ্রামের বাসিন্দা আলা উদ্দিন। তিনি বলেন, ‘এই ভোটে জুইত নাই। মানুষ ঘর থাকি বার অইত চায় না। মেঘে (বৃষ্টি) আরও বেড়া লাগাইদিছে।’

এর আগে উপজেলা আমবাড়ী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে সাতটি ভোটকক্ষের কোনোটির সামনেই ভোটারের সারি চোখে পড়েনি। কেউ কেন্দ্রের ভেতর ঢুকলেই আনসার সদস্যরা উৎসাহ নিয়ে তাঁকে ডেকে নিচ্ছেন। এলাকার নাম জেনে সংশ্লিষ্ট কক্ষ দেখিয়ে দিচ্ছেন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদাত কবীর জানান, দুপুর ১২টা পর্যন্ত এখানে ৩ হাজার ৪৮ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২১৪ জন।

কেন্দ্রটির ৫ নম্বর কক্ষে গিয়ে জানা যায়, ৫৯৯ ভোটারের মধ্যে তখন পর্যন্ত ভোট দিয়েছেন ৯৬ জন। সেখানে কথা হয় এক চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলামের এজেন্ট গিয়াস উদ্দিনের (৬৫) সঙ্গে। ভোটারের কম উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোট নিয়া মানুষের মন-মর্জি ভালা না। কইলেও আইত চায় না। তবে মেঘ (বৃষ্টি) না থাকলে ভোটার আরও কিছু বেশি অইল অনে।’

দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার আছেন ১ লাখ ৩০ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ১৩৪ ও নারী ভোটার ৬৫ হাজার ৯৪২ জন। আজ ৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় আজ ভোট গ্রহণ হচ্ছে।দোয়ারাবাজার উপজেলায় এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান আল তানভীর আশরাফী, উপজেলা বিএনপির নেতা (বহিষ্কৃত), উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাবেক সদস্য আরিফুল ইসলাম (জুয়েল), উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও আওয়ামী লীগের দেওয়ান আশিদ রাজা চৌধুরী।

উপজেলার ৯টি ইউনিয়নে ভোটার আছেন ১ লাখ ৩০ হাজার ৭৬ জন। এর মধ্যে পুরুষ ৬৪ হাজার ১৩৪ ও নারী ভোটার ৬৫ হাজার ৯৪২ জন। আজ ৬১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।