সিলেটে পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই, আবার গ্রেপ্তার

সিলেট নগরের কুমারপাড়া এলাকায় সোমবার রাতে গ্রেপ্তার এক আসামিকে ছিনিয়ে নেন স্বজন ও স্থানীয়রা
ছবি: সংগৃহীত

সিলেটে পুলিশের ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে আবার অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মারামারির ঘটনায় এজাহারভুক্ত আসামি কুমারপাড়ার সুমন আহমদকে গ্রেপ্তার করতে সোমবার রাত ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুমনকে গ্রেপ্তার করে ভ্যানে তোলা হয়। তখন আসামির স্বজন ও স্থানীয় বাসিন্দারা বাধা দেন। একপর্যায়ে সুমনকে পুলিশের ভ্যান থেকে নামিয়ে নিয়ে ছিনিয়ে নেওয়া হয়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান চালানো হয়। ওই এলাকা থেকেই সুমনকে আবার গ্রেপ্তার করা হয়।

সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর স্বজন ও স্থানীয় লোকজন নিয়ে গিয়েছিলেন। পরে পুলিশ আবার সেই আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে বন্দরবাজার সিটি সুপার মার্কেটের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা আছে।

পুলিশ জানায়, বন্দরবাজার সিটি সুপার মার্কেটের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় ওই তিনজনকে আটক করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের শাহপরান থানার টিকরীপাড়া এলাকার মো. আইন উদ্দিন (২৬), হাতুড়া এলাকার আলমগীর হোসেন (২২) ও সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার জামিল আহমদ (২২)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।