মালবোঝাই ট্রাকসহ সেতু ভেঙে পড়ল তুরাগ নদে, বিকল্প পথে যান চলাচল

মালবোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে পড়েছে তুরাগ নদে। আজ শনিবার সকালে টঙ্গীবাজার এলাকায়ছবি: প্রথম আলো

মালবোঝাই ট্রাকসহ বিআরটি প্রকল্পের একটি অস্থায়ী বেইলি সেতু তুরাগ নদের ওপর ভেঙে পড়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ময়মনসিংহমুখী যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে বিকল্প পথে।

ঢাকার আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গীর মাঝখান দিয়ে বয়ে গেছে তুরাগ নদ। নদের ওপর দিয়ে যান চলাচলের জন্য আছে বিআরটি প্রকল্পের বিশাল উড়ালপথ ও সেতু। তার নিচেই অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল দুটি বেইলি সেতু। এর মধ্যেই একটি সেতু ভেঙে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বেইলি সেতু দুটি ছিল পাশাপাশি। একটি ঢাকামুখী ও অন্যটি ময়মনসিংহমুখী যান চলাচলের জন্য। এর মধ্যে ময়মনসিংহমুখী সেতুটি নদের ওপর ধসে পড়েছে। ভাঙা সেতুর মাঝখানে পড়ে আছে একটি পাথরবোঝাই ট্রাক। ট্রাকের কিছু অংশ ডুবে আছে পানিতে। নদের দুই পাড়ে উৎসুক জনতার ভিড়। তবে নেই ট্রাকের চালক বা হেলপার কেউই।

ঢাকার আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গীর মাঝখান দিয়ে বয়ে গেছে তুরাগ নদ। সেখানে অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল দুটি বেইলি সেতু, যার একটি ভেঙে পড়েছে
ছবি: গুগল স্যাটেলাইট মানচিত্র

স্থানীয় বাসিন্দারা বলেন, সেতু দুটি দীর্ঘদিনের পুরোনো। বিভিন্ন অংশে আগে থেকেই জোড়াতালি দেওয়া। সেতু দুটি দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল করত। এর মধ্যেই গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহমুখী পাথরবোঝাই একটি ট্রাকসহ সেতুটি নদে ধসে পড়ে। এতে একমুখী সড়কে যান চলাচল ব্যাহত হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মূলত সেতুটি ছিল পুরোনো। মালবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে হঠাৎ সেতুটি নদে ভেঙে পড়েছে। ট্রাকটি পাথর নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ময়মনসিংহমুখী যানবাহনগুলোকে বাইপাস করে কামারপাড়া-মন্নুগেট সড়ক ও বিআরটির উড়ালপথ পাঠাচ্ছে। আপাতত যান চলাচলে কোনো সমস্যা নেই বলে তিনি জানান।