আড়াইহাজারে ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে পিটুনিতে মো. বিল্লাল (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় পিটুনির শিকার হন ২৫ বছর বয়সী এক নারী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন হাইজাদী ইউনিয়নের নারান্দি গ্রামের আবদুল মজিদের ছেলে। অন্যদিকে পিটুনির শিকার নারীও একই ইউনিয়নের বাসিন্দা। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
মেহেদী ইসলাম বলেন, বিল্লাল পুলিশের তালিকাভুক্ত ডাকাত সর্দার। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ আড়াইহাজার থানায় অন্তত ৯টি মামলা আছে। পিটুনির শিকার নারী বিল্লালের সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাত দলের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন।
বর্তমানে ওই নারী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোর কাছে তিনি ডাকাতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তাঁর দাবি, পেশায় তিনি যৌনকর্মী। ঘটনার সময় খদ্দেরের সঙ্গে ওই এলাকায় ছিলেন। লোকজনের চিৎকারে ভয় পেয়ে দৌড়ে পালানোর সময় লোকজন ডাকাত সন্দেহে তাঁকে মারধর করেন।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে জাকির হোসেন নামের কাহেন্দী এলাকার এক ব্যক্তির বাড়ির পাশে বিল্লালসহ ১০–১২ জন অপরিচিত লোকের উপস্থিতি টের পান এলাকাবাসী। এ সময় গ্রামের লোকজন একত্র হয়ে ধাওয়া দিলে বিল্লাল তাঁদের হাতে ধরা পড়েন। বিল্লালের সঙ্গে থাকা বাকি লোক পালিয়ে যান। গ্রামবাসীর পিটুনিতে ঘটনাস্থলেই বিল্লাল মারা যান। এ সময় ঘটনাস্থলে থাকা ওই নারীকেও ডাকাত সন্দেহে পিটুনি দেন এলাকাবাসী। পিটুনি থেকে বাঁচতে ওই নারী পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ওই নারীকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, সুরতহাল শেষে বিল্লালের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ বেলা দেড়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।