জয়পুরহাটের জাফরপুরে বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে জয়পুরহাটের জাফরপুরে মানববন্ধনছবি: প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুরে জাফরপুর রেলস্টেশনে বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার বেলা ১১টায় স্টেশনটির প্ল্যাটফর্মে তাঁরা এই মানববন্ধন করেন। মানববন্ধনে গণিপুর-জাফরপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জাফরপুর রেলস্টেশনটি অনেক পুরোনো। আশির দশকে রেলস্টেশনটিতে সব কটি লোকাল ট্রেন যাত্রাবিরতি করত। ধীরে ধীরে লোকাল ট্রেন কমতে শুরু করে। দীর্ঘদিন ধরে রাজশাহীগামী উত্তরা ও খুলনাগামী রকেট মেইল যাত্রাবিরতি করত। প্রায় এক বছর আগে রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনটি কর্তৃপক্ষ বাতিল করে। এখন শুধু স্টেশনটিতে রকেট মেইল ট্রেনটি যাত্রাবিরতি করছে। এই এলাকার মানুষেরা জাফরপুর রেলস্টেশনে উত্তরা মেইল ট্রেনে রাজশাহী চলাচল করত। এ ছাড়া এলাকার প্রচুর শিক্ষার্থী রাজশাহীতে লেখাপড়া করেন। শিক্ষার্থীদের সুবিধার্থে জাফরপুর স্টেশনে রাজশাহীতে চলাচলকারী আন্তনগর বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চান তাঁরা।

মানববন্ধনে কৃষক দলের কেন্দ্রীয় নেতা সিরাজুল ইসলাম বলেন, ‘এই এলাকার প্রচুর ছেলেমেয়ে রাজশাহীতে লেখাপড়া করেন। এসব শিক্ষার্থীদের আক্কেলপুর রেলস্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। আমরা জাফরপুর রেলস্টেশনে রাজশাহীতে চলাচলকারী বরেন্দ্র ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছি। এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা ঢাকাগামী কোনো ট্রেনের যাত্রাবিরতির দাবি করিনি। আমাদের এ দাবি মানতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করছি। অন্যথায় আমরা পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণা করব।’

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার হাসিবুল ইসলাম বলেন, জাফরপুর রেলস্টেশনটি চালু রয়েছে। স্টেশনটিতে রকেট মেইল যাত্রাবিরতি করে। যেহেতু রকেট মেইল ট্রেনটি বেসরকারি ব্যবস্থায় চালু রয়েছে, সেহেতু স্টেশন থেকে টিকিট বিক্রি হয় না।