দিনাজপুরে দুই পিকআপের সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক নারী মারা গেছেন। এ সময় পিকআপ ভ্যানে ধাক্কা লেগে আরও কয়েকটি যানবাহন খাদে পড়ে যায়। এতে আটজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আজ শনিবার সকাল ছয়টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিজিবি ক্যাম্প–সংলগ্ন ডাঙ্গাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (৩৬) কাহারোল উপজেলার পাহাড়পুর এলাকার আবদুল খালেকের স্ত্রী। তিনি পিকআপে স্বামী, দুই সন্তানসহ ঢাকা থেকে নিজ বাড়ি দিনাজপুরের কাহারোলে আসছিলেন।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ কাহারোল যাচ্ছিল। পথে উপজেলার ডাঙ্গাপাড়ায় বাঁক ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি আমবাহী পিকআপের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের যাত্রী রহিমার মৃত্যু হয়। আহত হয়েছেন রহিমার স্বামী ও দুই সন্তান।
একই সময় ক্ষতিগ্রস্ত পিকআপ দুটিকে সাইড দিতে গিয়ে আরও পাঁচটি পিকআপ, একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাকসহ সাতটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক, তাঁর সহকারীসহ আরও পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, দুর্ঘটনার কারণে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। ওই জায়গায় স্থানীয় ব্যক্তিরা গতিরোধক স্থাপনের দাবি জানান। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। গতিরোধক স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক বদিউজ্জামান বলেন, দুর্ঘটনা কেন্দ্র করে স্থানীয় ব্যক্তিরা সড়ক অবরোধ করে গতিরোধক স্থাপনের দাবি জানান। প্রায় ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পিকআপ দুটি পুলিশের হেফাজতে আছে। নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলা হচ্ছে। লাশ হস্তান্তর ও আইনি প্রক্রিয়া চলছে।