ঘুম ভেঙে ব্যবসায়ীরা দেখলেন আগুনে পুড়ে গেছে দোকান

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেছে আটটি দোকান। আজ ভোরে কদমতলা বাজারেছবি: প্রথম আলো।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরপাবর্তী ইউনিয়নের কদমতলী বাজারের ব্যবসায়ীরা গতকাল শনিবার প্রতিদিনের বেচাকেনা শেষ করে ঘুমাতে গিয়েছিলেন। তবে ঘুম ভাঙল আগুন লাগার খবরে। এই বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে আটটি দোকান। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত ৫টার দিকে বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ২টি হার্ডওয়্যার, ২টি ফার্মেসি, ১টি মুরগির দোকান, ১টি স্টেশনারি দোকানসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জামিল মিয়া প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধরণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।