পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিনের তৈরি ছোট্ট নাও নিয়ে পদ্মায় মাছ ধরতে নেমেছেন দুই মৎস্যজীবীফাইল ছবি: প্রথম আলো

শরীয়তপুরে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে খোকন মাদবর (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জাজিরা উপজেলার ছিডারচর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া খোকন মাদবর (৩৫) উপজেলার পালেরচর ইউনিয়নের কাদির মাদবরকান্দি গ্রামের নুরু মাদবরের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, খোকন মাদবর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। রোববার ভোরের দিকে নৌকা নিয়ে জাল তুলতে নদীতে যান তিনি। পদ্মা নদীর পশ্চিম ছিডারচর এলাকায় নদী থেকে জাল তোলার সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজেই তিনি কাজ করতে ছিলেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাতে খোকন অসুস্থ হয়ে পড়েন। তখন অন্য জেলেরা তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক খোকন মাদবরকে মৃত ঘোষণা করেন।

খোকন মাদবরের বড় ভাই শাহিন মাদবর বলেন, তাঁর ভাই নিয়মিত পদ্মা নদীতে মাছ শিকার করে সংসার চালাতেন। আজও বৃষ্টিতে ভিজে মাছ শিকার করছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে তাঁর মৃত্যু হয়। তাঁর দুটি কন্যাসন্তান আছে। এখন তাদের ভবিষ্যৎ কী হবে, বুঝতে পারছেন না।

পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী বলেন, বজ্রপাতের আঘাতে অসুস্থ হয়ে পড়লে খোকনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।