‘তুই’ বলে সম্বোধন করায় বাগ্‌বিতণ্ডা, তরুণকে কুপিয়ে হত্যা

হত্যাপ্রতীকী ছবি

‘তুই’ বলে সম্বোধন করায় ময়মনসিংহ নগরে সজীব (২০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কাঁচিঝুলি হামিদ উদ্দিন রোডে এ হত্যাকাণ্ড ঘটে।

সজীব ওই এলাকার আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবাকে হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘বড় ভাই’ ও ‘ছোট ভাই’ দ্বন্দ্বে খুন হয়েছেন সজীব। গতকাল রাতে হামিদ উদ্দিন রোডে সজীবসহ বেশ কয়েকজন তরুণ-যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টি মিয়া (২৬) নামের স্থানীয় একজনকে ‘তুই’ বলে সম্বোধন করেন সজীব। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে ধারালো অংশ দিয়ে সজীবের বুকে কোপাতে শুরু করেন মন্টি। পরে স্থানীয় বাসিন্দারা সজীবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর থেকে অভিযুক্ত মন্টি আত্মগোপনে আছেন। ওসি শফিকুল ইসলাম খান বলেন, মন্টিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।