জাজিরার সবজি বিক্রি হচ্ছে সুইজারল্যান্ডের সুপারশপে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় উৎপাদিত সবজি ও ফল বিক্রি হচ্ছে সুইজারল্যান্ডের একটি সুপারশপের বিভিন্ন শাখায়। পেট্রাকা নামের ওই সুপারশপের মাধ্যমে সুইজারল্যান্ডের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা এসব সবজি ও ফল কিনতে পারছেন।
গত ফেব্রুয়ারি মাসে সুপারশপ পেট্রাকার কাছে প্রথমবার বাংলাদেশি সবজি ও ফল রপ্তানি করে রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক। চাহিদাপত্র অনুযায়ী ওই চালানে সবজির মধ্যে কাঁচা মরিচ, লাউ, কচু, ঢ্যাঁড়স, বরবটি, শিম, লতি, শসা, লালশাক, পালংশাক, জারা লেবু, শজনে ডাঁটা এবং ফলের মধ্যে পেয়ারা, মিষ্টি বরই, বেল, আনারস ও কলা পাঠানো হয়।
শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, ‘জাজিরার সবজি ও ফল আমদানি করছে সুইজারল্যান্ডের একটি চেইনশপ। আমরা ইতিমধ্যে ফ্রান্স ও গ্রিসেও যোগাযোগ করেছি। সেখানে কর্মরত আমাদের কর্মকর্তারা দেশটির আমদানিকারকদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা আম নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। দেশ দুটি থেকেও শিগগিরই ফল ও সবজির চাহিদা পাওয়া যাবে।’
রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংকের মালিক কাওসার আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এত দিন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে সবজি ও ফল কিনে আসছিলেন। এখন ইউরোপের ব্যবসায়ীদের কাছে আমাদের সবজি ও ফল বিক্রি করছি। পঞ্চমবারের মতো আমরা জাজিরার সবজি ও ফল সুইজারল্যান্ডে পাঠাচ্ছি। সুইজারল্যান্ডের সুপারশপ পেট্রাকা এই সবজি ও ফল আমদানি করেছে।’
সর্বশেষ আজ সোমবার সবজি ও ফলের একটি চালান সুইজারল্যান্ডে পাঠানো হয়েছে জানিয়ে কাওসার আহমেদ বলেন, ‘এই চালানে আমরা কাঁচা মরিচ, লাউ, কচু, শিম, ঢ্যাঁড়স, আনারস ও বেল পাঠাচ্ছি। এসব সবজি ও ফল সেন্ট্রাল প্যাকিংয়ের পর কুলিং করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইত্তিহাদ এয়ারওয়েজের বিমানে করে আজ বিকেল পাঁচটার ফ্লাইটে তা সুইজারল্যান্ডে যাবে।’
শরীয়তপুরের কৃষি বিভাগ ও জেলা প্রশাসন সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর জাজিরায় নিরাপদ সবজি ও ফল রপ্তানিবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় প্রশাসন ও রপ্তানিকারকেরা ইউরোপে সবজি রপ্তানির ঘোষণা দিয়েছিলেন।
রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল জাজিরার মিরাশার চাষিবাজার থেকে লাউ, কাঁচা মরিচ ও কচুর একটি চালান সুইজারল্যান্ডে পাঠানোর আগ্রহ দেখিয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে সহায়তা চান। ওই প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কৃষি কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে ৬৫ কেজি কাঁচা মরিচ, ৬৫টি কচু ও ২০টি লাউ সংগ্রহ করেন।
জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, গত ৪ জানুয়ারি জাজিরায় উৎপাদিত সবজির প্রথম চালান যায় সুইজারল্যান্ডে। ওই সবজি দেশটির জুরিখ শহরে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠানে বিক্রি করেন। এসব সবজির ক্রেতাও ছিলেন বাংলাদেশিরা।
ওই সময় প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে জাজিরার সবজি সুইজারল্যান্ডে বিক্রির খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে জেনেভায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর আলমগীর কবীরের। এরপর তিনি শরীয়তপুরের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি সুইজারল্যান্ডের বিভিন্ন সুপারশপের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। এর মধ্যে পেট্রাকা সাড়া দেয়।
পরে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে পেট্রাকার একটি চুক্তি হয়। সেই চুক্তির আওতায় গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিস (জিএপি) বজায় রেখে বাংলাদেশে উৎপাদিত এসব সবজি সুইজারল্যান্ড পেট্রাকার প্রতিটি শাখায় পাওয়া যাচ্ছে।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুরে ৮৫ হাজার হেক্টর জমিতে বিভিন্ন কৃষিপণ্য আবাদ করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি সবজির চাষ করা হয় জাজিরা উপজেলায়।