মাদারীপুরে মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়ার পর দুই এএসআইকে প্রত্যাহার
মাদারীপুরের রাজৈর থানার দুই সহকারী উপপরিদর্শকের (এএসআই) মদ্যপান করে নৃত্যে অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত দুই এএসআইকে পুলিশ লাইনসে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান আজ বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্ত দুজন হলেন রাজৈর থানার এএসআই মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী।
ভাইরাল হওয়া ভিডিও, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈরের কদমবাড়ী ইউনিয়নের নটাখোলা এলাকায় সম্প্রতি একটি ঘরোয়া আয়োজনে যোগ দেন এএসআই মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী। পরে মদ্যপান করে এক তরুণীর সঙ্গে নৃত্য করেন দুই পুলিশ সদস্য, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে জেলার পুলিশ সুপার দুই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেন।
বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি অভিযুক্ত দুই পুলিশ সদস্যের। স্বপন অধিকারী বলেন, ‘অনেক সময় আসামি ধরতে নানা কৌশল নিতে হয়। এতে যদি অন্যায় হয়, তাহলে আমি দোষী। তবে পুলিশের পোশাক পরে বা দায়িত্ব পালনের সময় শৃঙ্খলাপরিপন্থী কোনো কাজ আমি করিনি।’ হাদিবুর রহমান বলেন, ‘আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আমি ভুল শিকার করছি, এ রকম কাজ আর কখনো করব না।’
এ সম্পর্কে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ খান বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায়ভার পুলিশ বাহিনী বহন করবে না। শৃঙ্খলাপরিপন্থী কাজের সঙ্গে লিপ্ত থাকায় অভিযুক্ত ওই দুই এএসআইকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, পুলিশের নিয়মনীতি ভঙ্গ করার অভিযোগে রাজৈর থানার দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের কারণে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।