সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

হত্যাপ্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম আবদুল হাই (৩৫)। তিনি ওই ইউনিয়নের চেংটিয়া চান্দপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। এ ঘটনায় মামলার পর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটি। গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) ও একই গ্রামের মংলা মিস্ত্রি (৪৮)।

নিহত যুবকের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে অটোরিকশাচালক আবদুল হাই তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে আবদুল হাইকে হত্যা করে তাঁর গলায় গামছা পেঁচিয়ে ও দুই হাতে রশি বেঁধে লাশটি মধুপুর কবরস্থানের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহত আবদুল হাইয়ের স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, হত্যাকাণ্ডের শিকার অটোরিকশাচালকের গলায় আঘাতের চিহ্ন আছে। আজ সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।