রাজশাহীতে ভটভটি-অটোরিকশা-সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত
রাজশাহীর মোহনপুর উপজেলায় গরুবাহী ভটভটি, বাইসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কেশরহাট বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫) ও বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)। তাঁদের মধ্যে আজিবর ভটভটিতে করে গরু নিয়ে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। জাহাঙ্গীর ছিলেন অটোরিকশার চালক। আর আবুল হোসেন বাইসাইকেলের আরোহী।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী মোহনপুরের আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০) ও তৈয়বুর রহমান (৪৫), গরু ব্যবসায়ী বাগমারার গাঙ্গোপাড়া গ্রামের মো. আনসারুজ্জামান (৮০), জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২) ও ভটভটিচালক মো. মামুন (৩৫)। তাঁদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোহনপুর থানার উপপরিদর্শক ইব্রাহিম খলিল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গরুবাহী ভটভটি মহাসড়ক দিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে অটোরিকশাটি আসছিল। এ সময় ভটভটি ও অটোরিকশার মধ্যে বাইসাইকেলটি ঢুকে পড়ে। এতে ত্রিমুখী সংঘর্ষে ভটভটি উল্টে পাশের নর্দমায় পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনজন। লাশগুলো থানায় নেওয়া হয়েছে।
বেলা তিনটায় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিদাস মণ্ডল প্রথম আলোকে বলেন, আহত যাত্রীদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ভটভটিচালক মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি দুর্ঘটনার মামলা করা হয়েছে। নিহত যাত্রীদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।