কোটা সংস্কারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের এক দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। আজ সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন চত্বরে
ছবি: প্রথম আলো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করেছেন।

আজ সোমবার বেলা ৩টার দিকে আনসার ক্যাম্প (সাম্প্রতিক সময়ে নাম দেওয়া ছাত্র আন্দোলন চত্বর)  থেকে মিছিল মূল ফটক হয়ে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এসে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘তুই বেটা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ বলে স্লোগান দিতে থাকেন।

কোটা সংস্কারের এক দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। আজ সোমবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন চত্বরে
ছবি: প্রথম আলো

এই বিষয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুবি শাখার সমন্বয়কদের একজন মো. সাকিব হোসাইন বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাতে কোটা আন্দোলনকারীদের একপ্রকার অপমান করা হয়েছে। তারই প্রতিবাদে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি।’

এই সময় শিক্ষকদের উদ্দেশে সাকিব হোসাইন বলেন, ‘আমাদের শিক্ষকেরা যখন আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন আমরা উনাদের অধিকারের কথা চিন্তা করে আমরা উনাদের পাশে ছিলাম। এখন এই আন্দোলনে শিক্ষার্থীদের অধিকারের জন্য আপনারাও (শিক্ষকেরা) আমাদের পাশে দাঁড়াবেন।’

আরও পড়ুন