নাটোরে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু, পাশে পড়ে ছিল মুঠোফোন ও ব্যাগ
নাটোরে ট্রেন কাটা পড়ে সম্পা খাতুন (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় নাটোর রেলস্টেশনের উত্তরে কালিকাপুর আমাহাটি এলাকায় এ ঘটনা ঘটে। সম্পা নওগাঁ জেলা সদরের কামাইগাড়ী গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
শান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আমাহাটি এলাকার ২৩২ নম্বর সেতুর কাছে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এক নারীর লাশ দেখতে পান স্থানীয় লোকজন। ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানান। লাশের অদূরে রেলসেতুর ওপর ওই নারীর ব্যবহৃত ব্যাগ ও মুঠোফোন পাওয়া যায়।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নাটোর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর সম্পার ব্যবহৃত মুঠোফোন থেকে তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তিনি ঢাকায় রয়েছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি নাটোরের উদ্দেশে রওনা হন। এটা আত্মহত্যা না দুর্ঘটনা, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
থানা-পুলিশের মাধ্যমে খবর পেয়ে শান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। শান্তাহার রেলওয়ে থানা-পুলিশ জানায়, রোববার সন্ধ্যা পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি।