চাঁপাইনবাবগঞ্জে ধানখেতের নালায় পড়ে ছিল আওয়ামী লীগ নেতার লাশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ধানখেতের মধ্যে পাকা নালায় পড়েছিল স্থানীয় আওয়ামী লীগের এক নেতার লাশ। আজ শুক্রবার সকালে উপজেলার হাকরইল গ্রামে ধানখেতের নালা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম কামরুল ইসলাম (৫০)। তিনি উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি সূর্যপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে শৌচাগারে যেতে ঘর থেকে বের হয়েছিলেন কামরুল ইসলাম। আজ সকালে বাড়ির পাশে ধানখেতে পাকা নালার মধ্যে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।
ওসি মনিরুল ইসলাম আরও বলেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে কামরুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।